উপজেলা সমাজসেবা কার্যালয়,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদাপন করা হয় । উদযাপনের অংশ হিসেবে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্র বিনির্মানে মুক্ত আড্ডা,উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল হতে ৪৮ জন ব্যক্তির মাঝে ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা অনুদান বিতরণ ও ২৩,৮৫,০০০(তেইশ লক্ষ পঁচাশি হাজার) টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহি অফিসার জনাব রাজিব চৌধুরি; এছাড়াও জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস